চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে রাজত্ব চলছে অপরাধ সাম্রাজ্যে। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধে ব্যবহার করা হচ্ছে ৫ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র। নানান অপরাধে পুলিশের অস্ত্র ব্যবহার হওয়ায় কপালে ভাঁজ পড়েছে চট্টগ্রামের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর।
র্যাব-৭-এর অধিনায়ক লে কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ সিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে সিএমপির সব ইউনিট কাজ করছে। চালানো হচ্ছে অভিযান। লুট হওয়া অস্ত্রের কিছু অংশ পুলিশ উদ্ধারও করেছে।’ সিএমপি সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরীর আট থানা এবং আট ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় থানা ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটানো হয়। লুট হয় থানা ও ফাঁড়ির ৮১৩টি অস্ত্র ও ৪৪ হাজার ৩২৪টি গুলি; যার বেশির ভাগই এখনো উদ্ধার হয়নি।
জানা যায়, ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর ১৬ থানা-ফাঁড়ি থেকে বিপুল অস্ত্র ও গুলি লুট করে দুষ্কৃতকারীরা। পরে এসব অস্ত্র ও গুলি ছড়িয়ে পড়ে চট্টগ্রামের অন্ধকার জগতে। অপরাধীদের হাতে যাওয়া এসব অস্ত্র ব্যবহার হচ্ছে ছিনতাই, ডাকাতিসহ নানান অপরাধে। ১ মার্চ পাহাড়তলী থানার রানী রাসমণি ঘাট এলাকা থেকে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ৫ আগস্ট নগরীর পাহাড়তলী থানা থেকে লুট হয়। ২৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয় নেজাম উদ্দিন ও আবু সালেককে। এর আগে তাদের ছোড়া গুলিতে আহত হন কমপক্ষে পাঁচ এলাকাবাসী। জেলা পুলিশের দাবি, গণপিটুনির আগে নিহত নেজাম পিস্তল দিয়ে এলাকাবাসীর ওপর গুলি করেছিলেন; যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ অস্ত্রটি ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুট হয়। ২৫ জানুয়ারি নগরীর ডবলমুরিং থানার বর্ণাপাড়া ডেবার পাড় এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার গুলিগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্রের কিছু অংশ; যা দিয়ে ডাকাতি এবং সন্ত্রাসে ব্যবহৃত হতে পারে। ২৫ ডিসেম্বর নগরীর পাহাড়তলী থানার সাগরিকা কাস্টমস একাডেমির পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। সে সময় দুটি পিস্তল এবং ১৫টি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গুলি ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হয়।