নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় গতকাল দেশব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অদম্য ছয়জন নারীকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ উপলক্ষে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)’র উদ্যোগে বনানী এলাকার বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত রিকশা র্যালির আয়োজন করা হয়। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস দিবসটি উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সব নারী কর্মীর মাধ্যমে গতকাল একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে।
বিমানের পাঁচজন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হয়।
গতকাল সকাল ১১টায় নারী দিবস উপলক্ষে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে (৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালির আয়োজন করে। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে নারী শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বৈষম্যহীনভাবে ছয় মাস করার দাবি জানান।