নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নিলে জরিমানাসহ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে। গতকাল সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতে স্টেকহোল্ডারদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সভায় লঞ্চ মালিক-শ্রমিক প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, প্রস্তুতিমূলক সভায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫ রমজান থেকে এগুলো কার্যকর করা হবে। জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র দুটি বা তিনটি বাস একসঙ্গে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করতে পারবে না। পুলিশকে বলা হয়েছে যেন তারা রেকার নিয়ে দাঁড়িয়ে থাকবে, দরকার হলে বাস রেকারে তুলে নেবে।
উপদেষ্টা বলেন, গোলাপশাহ মাজার থেকে শুরু হয় রাস্তায় যানজট। লঞ্চের কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেওয়া যাবে না। ১৫ রোজা থেকে নির্ধারিত ভাড়া কার্যকর হবে। যাত্রীদের জন্য ভাড়ার তালিকা টানিয়ে রাখতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, যাত্রী স্বল্পতার কারণে লঞ্চ মালিকেরা এখন কম ভাড়া নিচ্ছেন। ঈদের সময় নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নিলে জরিমানা করা হবে। শুধু জরিমানাই নয় লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে।