গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব, সাবেক ছাত্রদল নেতা মিয়া নুর উদ্দিন আহমেদ অপু। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসানের আদালত তাকে খালাস দিয়ে রায় দেন। আদালতে মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ মঈনুল হাসান লিপন। পরে তিনি সাংবাদিকদের জানান, ওয়ান-ইলেভেনের সময় সম্পূর্ণ পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করা হয়েছিল তারেক রহমান ও মিয়া নুর উদ্দিন অপুর নামে। মাত্র ১ কোটি টাকার হাস্যকর বানোয়াট মামলা দিয়ে তারেক রহমানকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি এই ভুয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। সার্বিক বিবেচনায় আদালত মঙ্গলবার মিয়া নুর উদ্দিন আহমেদ অপুকে এই মিথ্যা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর আল-আমিন কনস্ট্রাকশনের চেয়ারম্যান আমিন আহমেদ ভূঁইয়া ২০০৭ সালের ৮ মার্চ তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নুর উদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলটি করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকেও।