দীর্ঘ তিন বছর দুই মাস সাত দিন পর আইনি লড়াই শেষে আদালতের রায়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন সামছুল হুদা। গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। শপথ গ্রহণ শেষে বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হুদা দায়িত্ব গ্রহণ করেন। এ প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিশ্রুতি দিচ্ছি যে ইউনিয়নবাসীর সেবা উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।
জানা গেছে, ২০২১ সালে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত ৮ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে ভোট পুনরায় গণনা করা হয়। এতে ৪০২ ভোটের ব্যবধানে সামছুল হুদাকে বিজয়ী ঘোষণা করা হয়।