মসজিদ-মন্দির-গির্জার ইমাম-পুরোহিত-প্যাস্টর অথবা মুয়াজ্জিন কিংবা কাউন্সেলর-অনুবাদকের ইবি-৪ ভিসাপ্রাপ্তদের মেয়াদ শেষ হচ্ছে ১৪ মার্চ। এর মধ্যে তারা যদি যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন অথবা ভিসার স্ট্যাটাস অন্য কোনো প্রোগ্রামে পরিবর্তনে সক্ষম না হন তাহলে তারা আর ঢুকতে পারবেন না। প্রেসিডেন্ট জো বাইডেনের বেঁধে দেওয়া সময় বাড়াতে রাজি নন প্রেসিডেন্ট ট্রাম্প। উল্লেখ্য, ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে অভিজ্ঞ ইমাম-পুরোহিত-প্যাস্টর-মুয়াজ্জিনসহ প্রয়োজনীয় কাজের জন্য ইবি-৪ ভিসা চালু হয়েছে বেশ কয়েক দশক আগে। এ ভিসা পাওয়ার অর্থ হচ্ছে গ্রিনকার্ডসহ যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া এবং প্রাথমিক শর্ত হচ্ছে স্পন্সরকারী উপাসনালয়ে অন্তত দুই বছরের চাকরি করা। এ ভিসায় প্রতি বছর সর্বোচ্চ ৫ হাজার অভিবাসী যুক্তরাষ্টে আসেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যাও ভালোই ছিল। গ্রিনকার্ড পাওয়ার এর চেয়ে সহজ পন্থা দ্বিতীয়টি ছিল না। ট্রাম্প প্রশাসন আর এ প্রোগ্রাম কন্টিনিউ করতে রাজি নয় বলে ৩ মার্চ শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ এসেছে। এমনকি ইতোমধ্যে ধর্মীয় কর্মী শীর্ষক ভিসাপ্রাপ্তদের ১৩ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার পরামর্শ দিয়েছে ইউএসসিআইএস।