পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রমজান মাসে সিন্ডিকেট করে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান তারা। গতকাল বিকাল ৫টায় ‘স্টুডেন্ট সাস্ট এইড’র উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব মন্তব্য করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা বিশ্বের মুসলিমদের কাছে এটি অন্যতম একটি পবিত্র মাস। এ মাসে সবাইকে সংযত থাকতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে বাজারমূল্য নিয়ন্ত্রণ করার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান তারা।