ঋতুরাজ বসন্তের আগমনি বার্তা বয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩১’। গতকাল বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ষষ্ঠবারের মতো আয়োজিত হয় এবারের বসন্ত উৎসব। দিনব্যাপী এ উৎসবে প্রাণ পেয়েছে বাংলার মাটি ও মানুষের চিরায়ত ঐতিহ্য। রং, সুর ও আনন্দের অপূর্ব সমন্বয়ে ক্যাম্পাসজুড়ে বয়ে যায় বসন্তের মাধুর্যপূর্ণ আবহ। গ্রামীণ লোকজ মেলা যেন নগরজীবনের কোলাহলে হারিয়ে যাওয়া এক টুকরো শৈশবকে ফিরিয়ে আনে। এবারের আলোচনা ও গুণিজন সম্মাননা পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণিজন সম্মাননা গ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।