শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়াও আগামী দু-এক দিনের মধ্যে খালি থাকা আরও ৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আগামী দু-এক দিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে। চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের সচিব নির্বাচন করতে হয়েছে। যারা সচিব হচ্ছেন তাঁরা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক নন, সবাই চাকরির ভিতর থেকেই সচিব হচ্ছেন বলেন তিনি।
জানা গেছে, বর্তমানে বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগ সচিবহীন রয়েছে। এর মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, সেতু বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় সংসদ সচিবালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, বাস্তবায়ন প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব নেই। জনপ্রশাসনের সূত্রগুলো জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের নাম প্রস্তাব করে প্রধান উপদেষ্টার কাছে সামারিও পাঠানো হয়েছে।
১৫ ব্যাচ থেকে তিনজন সচিব হতে পারেন। এ ছাড়াও আগের ব্যাচ থেকেও সচিব হচ্ছেন।
এদিকে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়েল এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুর রহমানকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পরে তাঁকে শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পর এ মন্ত্রণালয়ও সচিব শূন্য ছিল।