জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, দেশের ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলন করে সফল হয়েছে, স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু বৈষম্য এখনো যায়নি, সকল পর্যায়ে বৈষম্য এখনো বিদ্যমান। গতকাল জেলা মডেল মসজিদ হলরুমে বরিশাল অঞ্চলের সব উপজেলা বা থানা আমির ও সেক্রেটারিদের নিয়ে উপজেলা দায়িত্বশীল সম্মেলনে এসব কথা বলেন তিনি। বরিশাল অঞ্চলের পরিচালক মুয়াযয্ম হোসাইন হেলাল আরও বলেন, বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার একমাত্র এবং কেবলমাত্র উপায় ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা বা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা ছাড়া বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব।
অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন দিন।
অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, বরিশাল জেলার আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলার আমির মাওলানা তোফাজ্জল হোসেন ফরিদ, ভোলা জেলার আমির মাস্টার জাকির হোসেন, ঝালকাঠি জেলার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, বরগুনা জেলার আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন, পটুয়াখালী জেলার আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ অঞ্চলের সব জেলা সেক্রেটারি নায়েবে আমির প্রমুখ।