নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত- প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীতে শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাকাত মেলা। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাকাত মেলা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘জাকাত ফেয়ার ২০২৫’ আয়োজনের ঘোষণা দেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। মেলা দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানান, শনিবার বেলা ১১টায় রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে জাকাত মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
মেলা আয়োজন কমিটির আহ্বায়ক আবদুল মজিদ বলেন, ‘আমরা মনে করি, জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা রূপায়ণে জাকাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে জাকাত দিলে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা হয়, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।’