রাজধানী ঢাকার বাড্ডা লিংক রোডে সড়ক দুর্ঘটনায় মিক্সচার গাড়ির চালক সাইদুর রহমান (৩৫) নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আশপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি বর্তমানে পূর্বাচল এলাকায় থাকতেন।
জানা যায়, পূর্বাচলের দিকে গাড়ি চালানোর সময় হঠাৎ সেন্সলেস হয়ে সাইদুর নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশের একটি দোকানের দেওয়ালে ধাক্কা দেয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে, সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ