বনানী ক্লাবের ব্যানকোয়েট হলে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘আইডিয়ান কনসাল্টিং প্রেজেন্ট ফাউন্ডারস নাইট ৩.০’।
ফাউন্ডারস কমিউনিটি ক্লাব লিমিটেডের আয়োজিত এ জমকালো সন্ধ্যায় নেতৃত্ব, বন্ধুত্ব ও কমিউনিটির চেতনা একসাথে উদযাপিত হয়। সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে অনুপ্রেরণাময় ও আনন্দঘন।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবের উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
এছাড়া অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল নতুনভাবে গঠিত এক্সিকিউটিভ কমিটি (ইসি) ঘোষণা। এতে ক্লাবের নতুন সভাপতি হিসেবে নুর ইসলাম বাবু নির্বাচিত হোন ও জেনারেল সেক্রেটারি হিসেবে জাকের জাহান শুভ্র পুনঃনির্বাচিত হোন।
এছাড়া ইসি কমিটির অন্য সদস্যরা হলেন- বিপ্লব চন্দ্র বিশাস, মোহাম্মাদ রেজোয়ানুল খান, সাইফুল সাকিব সরকার, মো আব্দুল মালেক, ইমরান হোসেন, আবির আহমেদ খান, জি এম ফারুখ হোসেন। পাশাপাশি অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্যদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেয়া হয়।
ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট বিপ্লব বিশ্বাস বলেন, “আমি এই অগ্রগতি দেখে গর্বিত এবং বিশ্বাস করি, নতুন কমিটির নেতৃত্বে আমাদের ক্লাব আরও শক্তিশালী হবে, নতুন উদ্যোগ বাস্তবায়িত করবে এবং আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম এজিএম এবং ফাউন্ডারস নাইট ৩.০—এই দুটি আয়োজন একসাথে আমাদের ক্লাবের ঐক্য, অগ্রগতি ও আগামীর অঙ্গীকারের প্রতীক।”
অনুষ্ঠানে স্পন্সর, সদস্য এবং শুভানুধ্যায়ীদের শুভকামনা ও সম্মাননা দেয়া হয়। তাসনিম আনিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/নাজিম