‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে গোপালগঞ্জে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজন করা হয় একটি বিশেষ সভা ও সম্মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ ৭ জনের পরিবার এবং আহত ৪০ জন যোদ্ধাকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, ও আহত যোদ্ধা রাজু তালুকদার।
এর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শুরুর আগে জুলাই স্মৃতি স্তম্ভ চত্বরে ৭টি দীর্ঘজীবী বৃক্ষ রোপণ করা হয়।
বিডি প্রতিদিন/মুসা