‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নীলফামারীতে শহীদ রুবেল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে শহিদ রুবেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়াতুল সুন্নাহ লি ইসলাহিন উম্মাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মঞ্জুর।
সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আলোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা জামায়াতের রাজনৈতিক সচিব মনিরুজ্জামান মন্টু, এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা