ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের ১ম বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে শহর জামায়াতের আয়োজনে ইলিশ চত্তরে সমাবেশ শেষে গণমিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, জামায়াত নেতা নফারুক হোসেন নুরনবী, অ্যাডভোকেট মহসিন কবির, নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই আগষ্টের প্রত্যাশা পূরণ না হলে শহীদের রক্ত বৃথা যাবে, আহতরা কষ্ট পাবে।
বিডি প্রতিদিন/হিমেল