জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়েত ইসলাম বাংলাদেশ ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) পৃথক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সাড়ে ১১ টায় গোপালগঞ্জের পৌর নিউ মার্কেটের সামনে থেকে সদর উপজেলা বিএনপি একটি বিজয় র্যালি বের করে । র্যালিটি পাচুড়িয়া, কোট এলাকা, পোস্ট অফিস মোড় , চৌরঙ্গী সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। সেখানে নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব কাজী আবুল খায়ের, সদস্য কে এম বাবর, তৌফিকুল ইসলাম, এমএ সেলিম, সদর উপজেলা শাখার সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির (দারা) প্রমূখ।
একই সময় গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা এলাকা থেকে জামায়েতে ইসলামী বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগ একটি গণ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়েতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ ৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এম এম রেজাউল করিম, গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী ও জেলা জামাতের সাবেক আমির আব্দুল হামীদ ও জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আল মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে দিনটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অভ্যুত্থানে জুলাই শহীদ পরিবার সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অভ্যুত্থানে আহত রাজু তালুকদার, জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মের বক্তব্য রাখেন বক্তব্য রাখে।
বিডি প্রতিদিন/হিমেল