রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে জুলাই গণঅভুত্থান দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার সদর উপজেলার খানখানাপুর এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদ আব্দুল গণির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তার শহীদ আব্দুল গণির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শহীদ পরিবারের সদস্যসহ জুলাই অভ্যুত্থানে আহতরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের বলেন, যেখানে জুলাই স্মৃতিফলক নির্মাণ কাজ শেষ হয়নি, সেসকল জেলার শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলার তিনজন শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলার সকল মসজিদ, মন্দিরসহ সকল উপাসনালয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের সংর্বধনা দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে জেলার বালিয়াকান্দির উপজেলার নারুয়া ইউনিয়নের শহীদ সাগর ও কালুখালী উপজেলার কুরমান শেখের কবরস্থানে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল