রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে রাকিব মাতুব্বর (৩০) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাকিব পেশায় একটি ফার্নিচারের দোকানে কর্মচারী ছিলেন। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল গ্রামের মো. হাসমত মাতুব্বরের ছেলে। ঢাকায় মিরহাজিরবাগ মসজিদ গলির একটি বাসায় একা ভাড়া থাকতেন।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ বলেন, ‘রাকিবের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাকিবের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
মৃত রাকিবের ফার্নিচার দোকানের মালিক মনির হোসেন জানান, গত রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে মশার কয়েল থেকে লাগা আগুনে রাকিব দগ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/আশিক