রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও আলোচনা সভা।
শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটিতে ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমিতির দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মশিহুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি ড. আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও বগুড়া জেলা জর্জ কোর্টের জিপি শফিকুল ইসলাম টুকু, অ্যাডভোকেট শাকিল উদ্দিন, তাহাজ্জদ আলী, আব্দুল আলীম, আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে নবগঠিত বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা'র কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া মানবসেবায় বিশেষ অবদানের জন্য ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার পক্ষে এই স্মারক গ্রহণ করেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির প্রতিনিধি দল।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্টজনেরা। বক্তব্য দেন বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।
শিবগঞ্জের রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. ফিরোজ মাহমুদ ইকবাল, যিনি মাদকমুক্ত শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ড. মো. কাজী ইমদাদুল হক বৃহত্তর বগুড়া সমিতির সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের শিক্ষা এবং বগুড়া জেলাকে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আনার অভিপ্রায় ব্যক্ত করেন। এসময় তিনি চিকিৎসায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ড. এজেডএম মাইদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান হাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সমাজকল্যাণ সম্পাদক তানভীর রেজা, সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবিহা সুলতানা পুতুল, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি, এয়ার কমোডর এম. আব্দুর রউফ, ড. সানোয়ার হোসেন, আলি আকন্দ, মিঠুন মিয়া, মোফাচ্ছের আলী, মশিউর রহমান আপেল, রৌশন, আরিফুল, মিঠুসহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা–এর সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, সুপ্রিমকোর্ট আইনজীবী নেতা ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বিপিসি সাধারণ সম্পাদক মোবিন মাসুদ, সাড়িয়াকান্দা সমিতির সভাপতি মুকুল, ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাকিল ও শাহাদাতসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলার মানুষের পারস্পরিক সংযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ‘শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকা’। সমিতি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থানরত শিবগঞ্জবাসীর মাঝে ঐক্য, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শিবগঞ্জ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
বিডি প্রতিদিন/নাজিম