জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী আক্কেলপুর উপজেলার রায়কালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ক্যাম্পটির আয়োজন করা হয়। এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় এই উদ্যোগটি প্রশংসিত হয়েছে।
ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। এতে সহযোগিতা করেছে অন্ধেরী হিলফী বন জার্মানী।
সকাল থেকেই সেবা প্রার্থীরা রায়কালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে ভিড় করেন। দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক রোগী চক্ষু সমস্যার জন্য রেজিস্ট্রেশন করেন। ক্যাম্পে উপস্থিত চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন এবং প্রত্যেককে বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করেন।
এ সময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন জানান, মোট চারজন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দলের সদস্যরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন।
তিনি আরও বলেন, ‘ছানিপড়া রোগীদের শনাক্ত করে তাদের জন্য বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ