রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় গ্রীল কেটে বাসায় প্রবেশ করে বৃদ্ধ দম্পতির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্বামী ইসমাইল (৮০) নিহত হয়েছেন এবং স্ত্রী সালেহা বেগম (৭৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছেন। সোমবার (৭ জুলাই) ভোরে যাত্রাবাড়ীর ‘ইত্যাদি গলি’র খান ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল খান মৃত হাজী আব্দুল খানের ছেলে। তিনি বিবির বাগিচা এক নম্বর গেট এলাকার খান ভিলায় বসবাস করতেন। বাসা থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। তবে ঠিক কী কী জিনিসপত্র খোয়া গেছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি নিহতের স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত ওই বাসায় গ্রীল কেটে ঢুকে স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর করে। পরে ইসমাইলকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মেয়ে সালমা এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা বাসায় গিয়ে কাউকে না পেয়ে সরাসরি হাসপাতালে আসি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ