গাজীপুরের টঙ্গীতে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি মাজার এলাকার একটি পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
মৃত ওই শিশুর নাম শফিকুল ইসলাম (৬)। সে শেরপুর জেলার নালিতাবাড়ি থানার কৃষ্ণ ডেভিচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। নিহত শফিকুল তার পরিবারের সঙ্গে টঙ্গীর গোপালপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতো।
পুলিশ জানায়, সোমবার রাতে শিশুটি নিখোঁজের পর মঙ্গলবার ভোরে ওই এলাকার একটি পুকুরে পানিতে শিশু শফিকুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ