রাজধানীর কদমতলীতে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে মামুনুল ইসলাম সুমন মোল্লা (২৫) নামের এক অটোরিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে কদমতলীর সুফিয়া হাসপাতালের পার্শ্ববর্তী রায়েরবাগে ফুফাতো বোনের বাসায় তিনি আত্মহত্যা করেন।
স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
সুমন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে। বর্তমানে মান্ডা এলাকায় স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের ফুপাতো বোন আকলিমা আক্তার আঁখি জানান, সুমন প্রেম করে সুমাইয়া নামের একটি মেয়েকে দেড় বছর আগে বিয়ে করেন। তারা মান্ডা এলাকায় থাকতেন। সুমন ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
সুমনের স্ত্রী সুমাইয়ার বরাত দিয়ে তিনি বলেন, সুমন মোবাইল ফোনে গেইমসের মাধ্যমে জুয়া খেলত। জুয়া খেলে সুমন বাসায় থাকা ৩৪ হাজার টাকা খুইয়েছে। এসব নিয়ে তাদের মধ্যে কলহ হয়। পরে গতকাল সোমবার আমাদের বাসায় বেড়াতে আসে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল সে।
আঁখি বলেন, সেই সময়ে বাসায় ছোট শিশু ছাড়া কেউ ছিল না। বিষয়টি আশপাশের লোকজন জানালা দিয়ে দেখতে পেয়ে স্বজনদের ও পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশের সহযোগিতায় সুমনকে উদ্ধার করে বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে।
বিডি প্রতিদিন/কেএ