রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭) ও মঙ্গলবারপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, তারা দুই বোন দুপুরে লুকোচুরি খেলছিল। খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের সংযোগ তারে হাত দেয়। এ সময় তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে তারা দুজনেই মারা যায়।
তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকে আর্থিং হয়েছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এ দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গেলে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই শিশু মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই