রাজধানীর ওয়ারীর হেয়ার স্ট্রিট এলাকার একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মো. মুঈদ (৩২) ও তার স্ত্রী আইরিন আক্তার (৩০)।
শনিবার (১৯ এপ্রিল) রাতে ওয়ারী থানার পুলিশ হেয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পঞ্চম তলার ভাড়া বাসা থেকে খাটের উপর থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।
আইরিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে এবং তার স্বামী মো. মুঈদ কুমিল্লারই তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মদ। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী মুঈদের মরদেহ আংশিক পচে গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তার মৃত্যু কয়েকদিন আগেই হয়েছে।
তিনি আরও জানান, মুঈদের স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দম্পতির বাড়ির মালিক নূর হোসেন জানান, তারা পাঁচ-ছয় বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। মুঈদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ক্যান্সারে ভুগছিলেন বলে শুনেছেন। গত আগস্ট মাস থেকে তারা বাসাভাড়া দিতে পারছিলেন না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ