গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর ভূইয়া পাড়া এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম ইসরাফিল (২১)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার লক্ষীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসরাফিল মোবাইলে (ক্যাসিনো) জুয়া খেলতো প্রতিনিয়ত। এ নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ চলছিল। এরই জের হিসেবে আজ সকাল সাড়ে আটটায় রুমের দড়জা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমআই