নারায়ণগঞ্জের নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ জোন। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১ টা থেকে শহরের বিভিন্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন শহরের আলম খান এলাকায় স্টারবিউ হউজিং লিমিটেডের থান কমপ্লেক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে বিদুৎ বিচ্ছিন্ন ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। এরপর শহরের পশ্চিম দেওভোগ এলাকার খন্দকার সফুরা ভিলাকে ১ লাখ টাকা জরিমানা ও প্লানের বর্ধিতাংশ ভেঙ্গে ফেলা হয়।
একই সাথে পশ্চিম দেওভোগের বেপারীপাড়া এলাকার আব্দুল মতিনের মালিকানাধীন বিল্ডিং নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি তার কাছ থেকে রাজউকের অনুমোদন ব্যতীত নির্মাণ কাজ করতে পারবে না মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, দুটি নির্মাণাধীন বিল্ডিং নির্মাণ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে এক ভবন মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। রাজউকের অনুমোদন ব্যতীত অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজউকের ৮/৩ জোনের অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. নেয়ামুল জহির, প্রধান ইমারত পরিদর্শক হাসান রনি ও ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পুলিশের প্রতিনিধি দল।
বিডি প্রতিদিন/জামশেদ