সাভারের একটি বাসায় অভিযান চালিয়ে ঘরের ভিতরে থাকা ওয়ারড্রব থেকে বিভিন্ন ধরনের ৬ রাউন্ড গুলি, একটি চাপাতি ও সুইচগিয়ার চাকুসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সাভার মডেল থানা থেকে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইমাম হোসেন ইফতি (২০)। সে ঢাকার সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বাসায় দেশী অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালানো হয়। এসময় তার দেখানো মতে ঘরের ভিতরে থাকা ওয়ারড্রবের একটি ড্রয়ার থেকে ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ মোট ৬ রাউন্ড গুলি, ২ টি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে সেগুলো সাধারণত বড় বড় অপরাধীরা ব্যবহার করে। সেগুলো তার কাছে কোথা থেকে এলো তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। রবিবার দুপুরে অধিকত জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত গুলিগুলো পুলিশের লুট হওয়া গুলি কিনা তার তদন্ত ছাড়া বলা যাবে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন