ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশ অস্থিতিশীল করতে নতুনভাবে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। জনগণের ক্ষতি করার জন্য তারা আবার ওত পেতে আছে। গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী নৈরাজ্য ও দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীউল্লাহ নবী আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভোলেনি। হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের বিচার নিশ্চিত করতে হবে। সে বিচার হতে হবে দৃশ্যমান। এ ছাড়া আওয়ামী দোসররা যেন মাথা চাড়া না দিতে পারে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।