রংপুরে চাল বোঝাই ট্রলি উল্টে চালক নয়ন মিয়া (৩৫) নিহত হয়েছেন। রবিবার বিকেলে পীরগাছা উপজেলার সুখানপুকুর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক নয়ন মিয়া ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।
জানা গেছে রবিবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম থেকেইটাকুমারী ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাকের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল পরিবহন করছিলেন চালক নয়ন মিয়া। তিনি সুখানপুকুর ব্রীজের কাছে আসলে হঠাৎ করে ট্রলির পেছনের দুটি চাকার মধ্যে এক্সেল ভেঙ্গে যায়। এ সময় ট্রলিটি উল্টে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এবং নয়ন মিয়া ট্রলি ও গাছের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্তা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম