ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি মেয়র হিসেবে ঘোষণার দাবিতে গণমিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। তৃতীয় দিনের মতো রবিবার নগরীতে গণমিছিল ও সমাবেশ করেছে বরিশাল সিটির সর্বস্তরের জনগণ। সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজারো জনগণ নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। সেখান থেকে একটি গণমিছিল নিয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রবেশ মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। গণমিছিলে নেতৃত্ব দেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান লোকমান হাকিম।
এ সময় কয়েক হাজার মানুষ মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান তোলে। হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সকল কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশ নিয়েছেন। তাদের মতে মুফতি ফয়জুল করীম মেয়র হলে বরিশালের ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে।
ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নাসির উদ্দীন নাইস বলেন, ২০২৩ সালের ১২ জুনের বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন আব্দুল্লাহকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এ জন্য দলীয় সন্ত্রাসীবাহিনীসহ পুলিশ ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে নির্বাচিত ঘোষণা দিয়েছে। কিন্তু সুষ্ঠু ভোট হলে মুফতি ফয়জুল করীম বিজয়ী হতেন। শেখ হাসিনার ফুফাতো ভাইকে বিজয়ী করতে যেভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। সেখানে এ ঘটনার বিচার দাবি করে মামলা করে কোন লাভ হতো না। তাই এখন মামলা করা হয়েছে। আমরা ন্যায়বিচার পাবো।
বিডি প্রতিদিন/এএ