গতকাল ছিল অভিনেত্রী মেহজাবীনের জন্মদিন। তাঁর এবারের জন্মদিনটা ছিল একেবারেই আলাদা। অন্যরকম অনুভূতি, অন্যরকম আয়োজন ছিল জন্মদিন ঘিরে। কারণ বিয়ের পর প্রথম জন্মদিন পালন করলেন তিনি। নিজের জন্মদিনে মেহজাবীন চেয়েছেন দোয়া ও আশীর্বাদ। কাজ ও সংসার নিয়ে যেন সময়গুলো কেটে যায়। মেহজাবীন বলেন, ‘বিয়ের পর পরই শ্বশুরবাড়িতে উঠেছি। জন্মদিন স্বামীর বাড়িতে কাটালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’ রাত ১২টার পরে দেখেই ভক্ত-শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছায় ভাসলেন এ অভিনেত্রী। লাক্স তারকা হিসেবে পথচলা শুরু করা মেহজাবীন এক যুগের ক্যারিয়ার নিয়ে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী। ২০২৪ সালটা ছিল তাঁর জন্য স্পেশাল। সে বছরই তিনি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন। মেহজাবীন জানান, আগামী সপ্তাহে একটি বড় কাজের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।