কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে জনপ্রতি ১ কেজি পাটবীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়।
দুপুরে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এসময় উপজেলা উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম