বাংলাদেশ ছাত্রদল দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে দল স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের কারণে। বাংলাদেশ ছাত্রদলের উপর আস্থা রেখেছে বলেই বারবার নির্বাচিত হয়েছে জনগণের আস্থা অর্জন করেছে। রবিবার (২০ এপ্রিল) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, আজ সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের উপর আস্থা রেখেছে বলেই আজ ছাত্রদল এত বড়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থী আস্থার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে বলছে তাদের মতামতের ভিত্তিতে ছাত্রদল পরিচালিত হচ্ছে। এতে করে আমাদের দল উপকৃত হচ্ছে মূল দলের নেতৃত্ব বিকশিত হচ্ছে। দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে ২ হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২ হাজার ২ জনকে। যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রধান বক্তা সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। স্বাচ্ছন্দে ভোট দিতে পেরে আনন্দ উল্লাসে মেতেছে সাধারণ শিক্ষার্থীরা, দুপুর পর থেকে চলে ভোট গণনা।
বিডি প্রতিদিন/এএ