চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. মানিক আবদুল্লাহ (৪৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার দিবাগত রাত ১২টায় উপজেলার গরীবুল্লাহপাড়ার ভান্ডারি কলোনি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মানিক উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মানিকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মানিক যুবদলের রাজনীতি করতেন। তার সাথে বিএনপির আরেক প্রভাবশালী নেতার অনুসারীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারি কলোনির হানিফের ভাড়া ঘরে খাবার খেতে গিয়েছিল মানিক। এ সময় অজ্ঞাতনামা ১০-১২ জন অস্ত্রধারী শর্টগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে।
বিডি প্রতিদিন/এএম