কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই লাখ ৪৯ হাজার নকল টাকাসহ তিনজনকে আটক করেছেন। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় ইউপি সদস্যও রয়েছেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (২০ এপ্রিল) কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে একটি ব্যাগ তল্লাশি করা হয়। তাতে নকল টাকার বড় একটি চালান পাওয়া যায়।
আটককৃতরা হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান, একই এলাকার মোহাম্মদ কাজল ও মো. এহসানুল হক।
বিজিবি সূত্র জানায়, আটকরা কুরবানির ঈদের গরু বাজারকে টার্গেট করে বিভিন্ন বাজারে নকল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন।
বিডি প্রতিদিন/মুসা