কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে মোহাম্মদ নজিমুল্লাহ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নজিমুল্লাহ টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত রহিম উল্লাহর ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নজিমুল্লাহ স্থানীয় বাসিন্দা ফজল করিমের বাসার কেয়ারটেকার সাদেক হোসেনের মোবাইল চুরির অভিযোগে অভিযুক্ত হন। এরপর সাদেকসহ কয়েকজন তাকে মারধর করেন। পিটুনির একপর্যায়ে নজিমুল্লাহ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা এলমা খাতুন অভিযোগ করে বলেন,'আমার ছেলে ফজরের নামাজ পড়ে বাজারে যাচ্ছিল। পথে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। আমার ছেলে নির্দোষ ছিল। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।'
বিডি প্রতিদিন/মুসা