দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় হাসান আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় নাঈম নামে আরেকজন আহত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিরামপুর উপজেলার পল্লবীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী বিরামপুর উপজেলার থানাপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হকের ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, রবিবার বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা দ্রুতগামী একটি মালবাহী পিকআপ উপজেলার পল্লবীর মোড় নামক এলাকায় আসলে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পিকআপের নিচে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান আলীকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই