শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় গাজীপুরের টঙ্গীর বনমালা রেলস্টেশন এলাকা থেকে জেল পলাতক হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। বুধবার রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত শামীম মিয়া হেদা (২৬) শেরপুরের ঝিনাইগাতীর বনগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত শাহা আলীর ছেলে।
এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে আসামি শামীম মিয়া হেদা গত ০৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করেন। কারা কর্তৃপক্ষ ওই ঘটনায় মামলা দায়ের করেন (শেরপুর সদর থানার মামলা নং- ১০, তারিখ- ১৩/০৮/২০২৪ খিস্টাব্দ, ধারা- ১৪৩/৪৪৭/১৮৬/৩৩২/৩৫৩/২২৫/৩৮৬/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড)। আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত