রাজধানীর এলিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তার নাম মো. আব্দুল মান্নান (৬১)। পেশায় ছিলেন টেইলারিং ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী এলিফ্যান্ট রোড বিএস ভবনের প্যান্টাগন টেইলার্সের মালিক।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এলিফ্যান্ট রোড সুবাস্তু আইসিটি ভবনের সামনে সড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের দোকানের পাশের ব্যবসায়ী মো. হাবিব বলেন, আব্দুল মান্নান তার দোকান থেকে ইফতার আনতে বাইরে গিয়েছিলেন। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছিলেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার পলাশ পাড়া গ্রামে। বর্তমানে জিগাতলা টেনারি মোড় এলাকায় পরিবারের সাথে থাকতেন।
বিডি প্রতিদিন/এমআই