রাজধানীর ডেমরায় স্বর্ণা আক্তার (১৭) নামে পোশাককর্মী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা সদর উপজেলার বালিয়াতলা গ্রামের জামাল হোসেনের মেয়ে স্বর্ণা।
মৃতের বড় বোন বন্যা আক্তার জানান, তার বোন স্বর্ণা গার্মেন্টসে কাজ করতো, তার স্বামী রাহাতুল হাসান রাহাত একটি কাপড়ের দোকানে কাজ করেন। তারা প্রেম করে দেড় বছর আগে বিয়ে করেছে।
তিনি অভিযোগ করে বলেন, রাহাত বিভিন্ন অযুহাত দেখিয়ে টাকা-পয়সা দাবি করতো। এসব নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের। সম্প্রতি মোটরসাইকেল নেওয়ার দাবি করেন। মৃতের স্বামীর অমানুষিক নির্যাতনের কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে। তিনি এ মৃত্যুর বিচার দাবি করেন।
সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, আমরা খবর পেয়ে সোমবার দিবাগত রাত পোনে ৩টার দিকে ডেমরা কোনাপাড়া পার ডগাইর শাহজালাল রোডের ভাড়া বাসা থেকে প্রতিবেশীদের সহযোগিতায় দরজার লক ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত