রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাত আতঙ্কে মাইকিং করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ থেকে এ মাইকিং করা হয়।
এরপর এলাকাবাসীর মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে- তারা এ ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে কিছুই পাননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারীবাগের শংকর চেয়ারম্যান গলির পাশে আলী হোসেন স্কুলে গলিতে রায়েরবাজার থেকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে প্রায় ভিড় জমায়। গতকালও তারা ভিড় জমিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাইলে এ থেকে পরিত্রাণ পেতে ডাকাত আতঙ্কে মাইকিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে হাজারীবাগ থানার এসআই আবু সাঈদ কালের কণ্ঠকে বলেন, মসজিদ থেকে মাইকিংয়ের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের পাইনি। অপরাধ ঠেকাতে আমাদের নজরদারি ও মনিটরিং অব্যাহত রয়েছে।
আর প্রকৃতপক্ষে কেন মাইকিং করা হয়েছে, কারা করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/মুসা