সিলেটের জকীগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার বাসিন্দা মো. কবির আহমদ। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। তাই কোন কাজ করতে পারেন না। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় তিনি স্থায়ীভাবে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন।
স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার। শারীরিক সীমাবদ্ধতার কারণে রোজগার করতে না পারায় চরম কষ্টে মানবেতর জীবনযাপন করছিল। কবির আহমেদ এলাকায় একটি ছোট ভ্রাম্যমাণ দোকান থাকলেও, দীর্ঘদিন ধরে বিক্রির মতো কোনো পণ্য ছিল না। এতে বেচা বিক্রি হচ্ছিল না।
বিষয়টি নজরে আসার পর অসহায় শারীরিক প্রতিবন্ধী কবির আহমদের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (২৩ নভেম্বর) সংগঠনের শিবচর শাখার উদ্যোগে তার দোকানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার দেওয়া হয়েছে।
সহায়তা পেয়ে স্বস্তি ফিরে এসেছে তার পরিবারে। এক প্রতিক্রিয়ায় মো. কবির আহমদ বলেন, জন্মের পর থেকে প্রতিবন্ধী হওয়ায় কাজ করতে পারছিলাম না। টাকার অভাবে দোকানের জন্য কোনো মালামাল কিনতে পারিনি। খালি দোকানে একা একা বসে থাকতাম। সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। আজ দোকানে এই পণ্যগুলো পেয়ে আমি আবার নতুন করে শুরু করার সাহস পেলাম। বসুন্ধরা শুভ সংঘের কাছে আমি কৃতজ্ঞ। এখন নিয়মিত দোকান চালিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারব।
স্থানীয় বাসিন্দা রফিক আহমদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের গ্রামের এই ভাই শারীরিকভাবে অক্ষম। তার দোকানে আগে কোনো পণ্য ছিল না, তাই গ্রাহকরাও আসতেন না। বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় তিনি আবার নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। আমরা সবাই তার এই নতুন সূচনায় আনন্দিত।
বসুন্ধরা শুভসংঘের জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজাদুর রহমান বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছিল শারীরিক অসুস্থ ভাইটির। তাকে স্বাবলম্বী করতে কিছু পণ্য উপহার দিয়েছি, এতে তারা অনেক খুশি। সমাজে যারা পিছিয়ে আছেন, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক সাইফুর রহমান, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সেলিম আহমদ,সদস্য ফয়সল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল