স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে স্বাস্থ্য সহকারিদের চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের ফলে আগামী ১২ অক্টোবর থেকে নির্ধারিত বিনামূল্যের টাইফয়েড টিকাদান কর্মসূচি যথারীতি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, গত জুন থেকে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন স্বাস্থ্য সহকারিরা। দাবি পূরণ না হওয়ায় গত ১ অক্টোবর থেকে তারা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির সব রিপোর্ট তৈরি ও প্রদান বন্ধ রেখে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু করেন। এতে গত ছয় দিন ধরে তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় বন্ধ ছিল।
পরিস্থিতি স্বাভাবিক করতে সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর ও হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাদের দাবিগুলো এক মাসের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত হয়। বর্তমানে দেশে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক পদে প্রায় ২৬ হাজার জন কর্মরত আছেন।
স্বাস্থ্য সহকারিদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) যোগ্যতা নির্ধারণ, ১৪তম গ্রেডে নিয়োগ ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেড প্রদান, পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং স্বাস্থ্য সহকারীর পদকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরী বলেন, ‘গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক মাসের মধ্যে আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।’
সংগঠনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক খুদরত-ই-খোদা বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছে। আমরা আশা করি, এবার আমাদের প্রাণের দাবিগুলো বাস্তবায়ন হবে।’
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্য সহকারিরা কর্মসূচি স্থগিত করেছেন। তাই টাইফয়েড টিকাদান কর্মসূচি যথারীতি ১২ অক্টোবর থেকে শুরু হবে।’
বিডি প্রতিদিন/হিমেল