চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুছার মুদির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। এতে মাওলানা সাঈদের ‘ছাফা স্টোর’, মুছার মুদির দোকান, আজিজুর হকের মুদির দোকান, রাজিবের বিকাশ এজেন্ট, সুজন মিষ্টি মেলা, এহসানের ফলের দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও সহায়তার আশ্বাস চেয়েছেন প্রশাসনের কাছে।
বিডি প্রতিদিন/জামশেদ