মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের চারজনকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নম্বর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ধরড়া গ্রামের রতন হোসেন, তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং এক মাস বয়সী শিশু পুত্র ইমাম হোসাইন।
রতন হোসেন জানান, ২০২২ সালের অক্টোবর মাসে তিনি দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখানে রাজমিস্ত্রির জোগালের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পুলিশি যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল