চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর বেশ কিছু নালা অনেক অপরিকল্পিতভাবে করা হয়েছিল অতীতে। যার কারণে বৃষ্টির পানি ঠিকমত নিষ্কাশন হচ্ছে না। বর্ষাকালে আমাদের প্ল্যান নালাগুলোকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে ক্লিন রাখবো। এই জন্য এ তিন মাস নালা সংস্কারের কাজ চলবে। আর খাল সংস্কারের কাজ তো চলমান আছেই।
বুধবার বর্ষায় নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক ও নালা-নর্দমা সরেজমিন পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
শাহাদাত হোসেন বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে একসাথে বসেছি, আমরা সমন্বিতভাবে কাজ করছি। একটা কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে আছি। রাস্তা যেগুলো ভারী বর্ষণের কারণে খানা-খন্দ হয়ে গেছে, সেগুলো রিপেয়ার চালিয়ে যাব। এখানে জোয়ারের পানির একটা ফ্যাক্টর আছে। সেজন্য পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলেছি, সুইস গেটগুলো যেন সেভাবে নিয়ন্ত্রণ করে আর পাম্পিং হাউজের ব্যবস্থা করে। এছাড়াও ওয়াসাকে বিভিন্ন জায়গায় সড়ক না কাটার জন্য নির্দেশনা দিয়েছি। তিন মাস যাতে বর্ষার সময় তারা এ ধরনের ধরনের সড়ক কাটাকুটি না করে।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই