চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক বিরোধের জেরে আলী হোসেন (৬) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামের এক প্রতিবেশির বিরুদ্ধে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেলিশ্যার বাজরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন মগধরা ইউনিয়নের আবু তাহেরের পুত্র। সে স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
সন্দ্বীপ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, স্থানীয়দের সহযোগীতায় ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও শিশুটির পরিবারের সাথে বিরোধ ছিলো। এর জের ধরে বুধবার সকালে আলী মাদ্রাসা থেকে ফেরার পথে তার উপর হামলা চালায় জাহাঙ্গীর। এতে মাথায় আঘাত লেগে গুরত্বর আহত হয় আলী। তার মুখ ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। ঘটনার পর স্থানীয়রা জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এরমধ্যেই আলীকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে শিশুটিকে চমেকে নেওয়ার সময় সন্দ্বীপ চ্যানেলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম