চট্টগ্রামের ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায় পৃথক সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম বখতিয়ার উদ্দিন মঞ্জুর। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে।
সেনাবাহিনী সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে লেলাং ইউনিয়নে অভিযুক্ত বখতিয়ারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে একটি চায়না পিস্তল, ১৯৯ রাউন্ড পয়েন্ট টু টু অ্যামো, ৫ রাউন্ড গুলি ও একটি এফসিসি, একটি পয়েন্ট টু টু অস্ত্র, ২টি বøাঙ্ক কার্তুজ, ১৩টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ১টি পেনড্রাইভ, ২টি মদের বোতল, ৩টি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, ২টি ডকার এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর সাইফুর রহমান তুর্জো। এসময় তার সাথে ছিলেন ক্যাপ্টেন মো. ইফতেখার আলম ভ‚ঁইয়া ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমান। অভিযানে ২০ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন। অভিযুক্ত মঞ্জুকে উদ্ধারকৃত অস্ত্রসহ ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে সেনাসূত্রে জানানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন, অভিযুক্তকে থানায় হস্তান্তরের পর মামলা দায়েরসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বোয়ালখালী উপজেলায় জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনীর আরেকটি টিম। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জ্যৈষ্ঠপুরা এলাকায় জলদস্যুদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। জলদস্যু চক্রটিকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম